Database Create । How to create Database? ( কীভাবে ডাটাবেস তৈরী করবেন)

Database Create

একটি MySQL Database তৈরি করতে, প্রথমে সি-প্যানেলে লগ ইন করুন এবং ডাটাবেস সেকশন থেকে MySQL Database আইকনে ক্লিক করুন।

আপনি ডাটাবেসের যে নামটি চান তা বক্সে  লিখুন এবং “Create Database” বাটনে ক্লিক করুন।

আপনার MySQL ডাটাবেসটির নামের আগে স্বয়ংক্রিয়ভাবে সি-প্যানেলের ইউজারনেম যুক্ত হয়ে তৈরি হয়ে যাবে। 

উদাহরণ স্বরূপ, আপনি যদি “mydatabase” নামটি নির্বাচন করেন এবং আপনার সি-প্যানেল ইউজার নামটি abCd হয়, তাহলে আপনার নতুন তৈরি ডাটাবেসের নাম হবে abCd_mydatabase 

আপনার প্রয়োজন হলে, আপনি phpMyAdmin থেকে আপনার ডাটাবেস অ্যাক্সেস করতে পারেন।

কিভাবে MySQL User তৈরি করবেন?

MySQL ডাটাবেস পেইজটি যদি নিচে স্ক্রল করে মাঝখানে আসেন, তাহলে MySQL User এর একটি সেকশন আপনি দেখতে পাবেন। 

“Add New User” সেকশনে আপনি যে ইউজার নামটি তৈরি করতে চান সেটি লিখুন এবং পাসওয়ার্ড যোগ করে তা নিশ্চিত করুন।

sql users

এখন “Create User” বাটনে ক্লিক করলেই আপনার MySQL User তৈরি হয়ে যাবে।
আপনি Current Users সেকশনের অধীন হতে আপনার সমস্ত ডাটাবেস ইউজার গুলো দেখতে পারবেন।

MySQL Database এবং User কীভাবে সংযুক্ত করবেন?

MySQL User সেকশনের নীচে, সংযুক্ত করার জন্য Add User To Database অপশনটি আপনি খুজে পাবেন।

এই অপশনের সাথে ডাটাবেস ইউজারকে এ্যাসাইন/ নিযুক্ত/ নির্ধারন করতে MySQL ডাটাবেসে অনুমতি প্রদানের প্রয়োজন হবে। 

সেজন্য ইউজার ড্রপডাউন মেনু এবং ডাটাবেস ড্রপডাউন মেনু থেকে ডাটাবেস নাম ও ইউজার নির্বাচন করুন তারপর Add বাটনে ক্লিক করুন।

add user to database

পরের পেজ এ আপনি ইউজারকে যে যে অপশনগুলোর পারমিশন দিতে চাচ্ছেন সেগুলোতে টিক দিন এবং “Save the Changes” বাটন এ ক্লিক করুণ। এরপর ইউজারটি ডাটাবেজ এর সাথে যুক্ত হয়ে যাবে।

কিভাবে MySQL User পাসওয়ার্ড পরিবর্তন করবেন?

সিপ্যানেলে MySQL ডাটাবেসগুলো পেইজের নিচে, আপনি  MySQL User তালিকা দেখতে পাবেন।

এখান থেকে, আপনি ইউজারের জন্য পাসওয়ার্ড পরিবর্তন, ইউজারের নাম পরিবর্তন এবং প্রয়োজনে তা ডিলিটও করতে পারেন।
আপনি যদি ডাটাবেস ইউডারের পাসওয়ার্ড ভুলে যান তবে আপনার MySQL User এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। এইখানে থেকে “Change Password” বাটনে ক্লিক করে  MySQL User পরিবর্তন করতে পারেন।

current database users

পরের পেইজে, নতুন পাসওয়ার্ড লিখুন এবং ২য় বক্সে পাসওয়ার্ডটি নিশ্চিত করুন। অনুগ্রহ করে সিকুরিটির জন্য একটি শক্তিশালী (বড় হাতের এবং ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং প্রতীক যুক্ত) পাসওয়ার্ড নির্বাচন করুন।

set mysql user password

আপনার নতুন পাসওয়ার্ডটি MySQL User এ দিয়ে Save Change  এ ক্লিক করুন।

কিভাবে MySQL ডাটাবেস ডিলিট করবেন?

MySQL ডাটাবেস সেকশনে সকল  MySQL ডাটাবেস তালিকা পাওয়া যাবে।

প্রয়োজনে আপনি আপনার ডাটাবেজের নাম সার্চ করেও বের করতে পারেন।

ডাটাবেস তালিকা থেকে, ডিলিট বাটনে ক্লিক করুন।

delete current database

পরবর্তী পৃষ্ঠায় ডিলিট করার বিষয়ে সিস্টেম আপনার স্থায়ীভাবে মুছে ফেলার জন্য কনফার্মেশন চাইবে।

ডিলিট করার বিষয়টি নিশ্চিত করতে “Delete Database’’ বাটনে ক্লিক করুন এবং আপনার ডাটাবেস স্থায়ীভাবে মুছে যাবে।

confirm delete mysql database

আপনার ডাটাবেস ডিলিট হবার পর, MySQL Database পেইজে ফিরে যেতে Go back বাটনে ক্লিক করুন।

কিভাবে MySQL User ডিলিট করবেন?

ডাটাবেস User ডিলিট করতে পেজ স্ক্রোল করুন এবং নিচের দিকে আপনি Current Database ইউজারদের তালিকা দেখতে পাবেন।

current users database

আপনি যে ডাটাবেজ টি ডিরিট করতে চান সেটি পাশে “Delete” বাটনটিতে ক্লিক করুন।

পরবর্তী পৃষ্ঠায়, আপনাকে প্রক্রিয়াটি নিশ্চিত করতে বলা হবে।

delete current users

আপনার MySQL User ডিলিট এর বিষয়টি নিশ্চিত করতে “Delete User” বাটনে ক্লিক করুন। 

Database Create Video Tutorial Here: